Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ কবি ও সাহিত্যিক এম. আর. মনজুর জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

আজ কবি, গীতিকার, ছড়াকার, শিশু সাহিত্যিক এম. আর. মনজু-এর জন্মদিন। তিনি ১৯৫৬ সালের ১০ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার সোঁনারগাঁও উপজেলার নয়াপুর গ্রামে পিতার কর্মস্থলে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামে। তিনি কর্মজীবনে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন। তাঁর লেখা ১২টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে কবিতা গ্রন্থ ‘সময়ের কাছে’, ছড়া গ্রন্থ ‘হাউকাউ’ ‘কাড়াকাড়ি’, ছোটোদের গল্পের বই ‘বাজারের ব্যাগ’ ‘সিম্পুর কাবুলি খাওয়া’, ‘রাবু ও রাতুল’ উল্লেখযোগ্য। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকীতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু’ এবং ‘মুক্তিযুদ্ধের নির্বাচিত কবিতা’ সম্পাদিত কবিতার ঊন বের হয়েছে। তিনি দৈনিক আজাদ পত্রিকার সর্বশেষ সাহিত্য সম্পাদক ও ছোটোদের পাতা মুতুলের মাহফিলের পরিচালক বাগবান ভাই ছিলেন। এছাড়া দৈনিক সমাচার এবং দৈনিক জনপদ-এর সাহিত্য সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি মাসিক জনপ্রশাসন পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন-এর তিনি তালিকাভুক্ত গীতিকার। তাঁর লেখা গান দেশের প্রখ্যাত শিল্পীরা গেয়েছেন। এম. আর. মনজু বাংলা একাডেমির সদস্য। জাতীয় কবিতা পরিষদ এর নির্বাহী পরিষদের সদস্য। বর্তমানে জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি। প্রাক্তন সভাপতি বঙ্গবন্ধু লেখক পরিষদ এবং সুভজন ও কবি সংসদ বাংলাদেশ। তিনি লেখালেখির জন্য দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ