প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের প্রথম সারির পরিচালক ক্রিস্টোফার নোলান (ছবিতে মাঝে)। তার নতুন ফিল্ম মানেই বিশাল কিছু। এবার তিনি মার্কিন পরমাণু বোমা প্রকল্পের পুরোধা পদার্থবিদ রবার্ট ওপেনহাইমারের জীবনী অবলম্বনে নির্মাণ করবেন বায়োপিক ‘ওপেনহাইমার’। এর আগে ফিল্মটিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয়ের জন্য কিলিয়ান মার্ফির নাম ঘোষণা করা হয়েছে; নোলান আর মার্ফি এর আগে ‘ব্যাটম্যান বিগিন্স’, ‘ইনসেপশন’ এবং ‘ডানকার্ক’ ফিল্মগুলোতে একসঙ্গে কাজ করেছেন। তার পরই যোগ দিয়েছেন এমিলি ব্লান্ট; ব্লান্ট ফিল্মটিতে বিজ্ঞানীর স্ত্রী ক্যাথরিনের ভূমিকায় অভিনয় করবেন। সর্বশেষ চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য যোগ দিলেন রবার্ট ডাউনি জুনিয়র (বামে) এবং ম্যাট ডেমন (ডানে); এই দুজন কোন ভূমিকায় অভিনয় করবেন জানান হয়নি। পরপর মারভেলের অনেকগুলো ফিল্মের পর রবার্ট ডাউনির জন্য এটি প্রথম ড্রামা ফিল্ম। ‘ওপেনহাইমার’ নির্মিত হবে ২০০৫-এর পুলিতজার জয়ী বই অ্যামেরিকান প্রমিথিউস : দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অফ জে রবার্ট ওপেনহাইমার’ (লেখক- কাই বার্ড এবং মার্টিন জে শেরউইন) অবলম্বনে। ওপেনহাইমার লস আলামোস ল্যাবরেটরির প্রধান ছিলেন এবং ম্যানহাটান প্রজেক্টে জড়িত ছিলেন, এই প্রকল্পের নেতৃত্ব দিয়ে তিনি ‘পারমানবিক বোমার জনক’ উপাধি লাভ করেন। নতুন ফিল্মের কাহিনী চিত্রনাট্য নোলানের, তার স্ত্রী এমা থমাস প্রযোজনা করবেন অ্যাটলাস এন্টারটেইনমেন্টের চার্লস রোভেনের সঙ্গে। ২০২২ সালে ‘ওপেনহাইমার’ আইম্যাক্স ৬৫ মিমি এবং ৬৫ মিমি লার্জ ফরম্যাটে চিত্রায়ন শুরু হবে। নোলান এরই মধ্যে সিনেমাটোগ্রাফার টিম গঠন করে ফেলেছেন। এই ফিল্মটি দিয়ে নোলান তার পুরনো স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সে ফিরবেন। ফিল্মটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৩-এর ২১ জুলাই। নোলানের শেষ ফিল্ম ‘টেনেট’ ২০২০-এ মুক্তি পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।