প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শেহনাজ গিল অভিনীত সাম্প্রতিক ফিল্ম ‘হঁসলা রাখ’ খুব সাড়া পেয়েছে, এতে তার ভক্তরাও খুশি। চলচ্চিত্রটির প্রচারে অংশ নেবার সময় তার প্রেমিক সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর শোক তার অবয়বে স্পষ্ট ছিল বরাবর। একটি সাক্ষাতকারে তিনি সিদ্ধার্থ’র সঙ্গে তার ছাড়াছাড়ি নিয়ে গুজবের প্রতিক্রিয়ায় বলেছেন এই গুজব হাস্যকর। তিনি বলেন, ‘ছাড়াছাড়ির সাম্প্রতিক গুজব আমি শুনেছি, এমন হতেই পারে না।’ পরলোকগত অভিনেতা সিদ্ধার্থ’র সঙ্গে শেহনাজের প্রেমের কথা দীর্ঘদিন ধরেই সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। ‘বিগ বস ১৩’তে তাদের পরিচয় ও অন্তরঙ্গতা। তাদের সম্পর্ক ছিল স্পষ্ট ও অকপট। শেহনাজ একসময় সিদ্ধার্থ’র বাড়িতে তার সঙ্গে থাকা শুরু করেন, দুই পরিবারের মাঝেও ঘনিষ্ঠতা হয়। ২ সেপ্টেম্বর, ২০২১ সিদ্ধার্থ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। দাহ করার সময় শেহনাজকে অভিনেতার বোনদের এবং মা রিতা শুক্লার পাশে দেখা যায়। অ্যাম্বুলেন্সের পাশে শেহনাজকে সিদ্ধার্থ’র নাম চিৎকার করে ছুটতে দেখা গেছে। পরে মৃত সিদ্ধার্থর পায়ের কাছে বসে শেহনাজকে কাঁদতে দেখা গেছে, তাকে কেই সান্ত্বনা দিয়ে থামাতে পারছিল না। সম্প্রতি শেহনাজ ‘তু ইয়াহিঁ হ্যায়’ গানে সিদ্ধার্থকে স্মরণ করেছেন। গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর আগে শেহনাজ আর সিদ্ধার্থ শ্রেয়া ঘোষাল এবং অর্ক’র ‘হ্যাবিট’ গানটির ভিডিওতে এক সঙ্গে কাজ শুরু করেছিলেন, তবে সিদ্ধার্থ’র মৃত্যুর কারণে কাজ শেষ হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।