Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার শ্রীপুরের গড়াই নদীতেঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৮:৫১ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছী ও ঘসিয়াল এলাকায় গড়াই নদীতে মঙ্গলবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চরচৌগাছী ও ঘষিয়াল গ্রাম নৌকা বাইচ বাস্তবায়ন কমিটি এ নৌকা বাইচের আয়োজন করে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আয়োজক কমিটির সভাপতি হাজী সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল প্রমুখ ।
আয়োজক কমিটির অন্যতম সদস্য লিটন বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় রাজবাড়ীর পাংশা উপজেলার 'লালন শাহ' নৌকা প্রথম, কুষ্টিয়ার 'সেই লালন এক্সপ্রেস' দ্বিতীয় ও কুষ্টিয়ার 'সোনার বাংলা' নৌকা তৃতীয় স্থান অধিকার করে । পরে অতিথিগণ বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন । নৌকা বাইচ দেখতে গড়াই নদীর দুপাড়ে হাজার হাজার দর্শকের সমাবেশ ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ