রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপু (১৭) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে আল হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমির শিক্ষক, ছাত্র ও স্থানীয়দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নুরনগর কলোনীপাড়ায় গিয়ে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে চুয়াডাঙ্গা আল হেলাল মাধ্যমিক একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন আলি, ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল কদর জোয়ার্দ্দার, ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর দুপুরের পর চুয়াডাঙ্গা আল হেলাল মাধ্যমিক একাডেমি চত্বরে পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপুকে কয়েকজন বখাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর নিহতের ভাই মাসুদুর রহমান ৭ জনের নাম উল্লেখসহ ৯/১০জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। ওই রাতেই পুলিশ এজাহারভূক্ত আসামি চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার রুহুল আমীনের ছেলে সুমনকে (২৮) গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।