Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

পিরোজপুরে সন্ত্রাসী মাওলানা নাসির বাহিনী কর্তৃক বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভসহ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা যুবলীগের আয়োজনে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম শিকদার মন্টু। এসময় জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শেক ফিরোজ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজাসহ জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ পিরোজপুরে সন্ত্রাসী মাওলানা নাসির বাহিনী কতৃক বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভসহ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ