Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলন বিলাঞ্চলে চলছে বাউত উৎসব

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

পাবনার চাটমোহরসহ চলনবিলাঞ্চলে চলছে মাছ ধরার বাউত উৎসব। এলাকার বিল ও নদীর পানি কমার সাথে সাথে উপজেলার রামের বিল, খলিশাগাড়ি বিল, ডিকশি বিল, বিলকুড়ালিয়া, বড়াল, গুমানী ও চিকনাই নদী, রহুল বিলসহ বিভিন্ন বিলে দুই মাসব্যাপী চলে এই উৎসব। চলনবিল অঞ্চলের ভাষায় এই উৎসবকে বলা হয় ‘বাউত উৎসব’। সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার নির্দিষ্ট একটি বিলে বাউত নামে। বিভিন্ন উপজেলা থেকে নানান বয়সী শত শত মানুষ ভোর হতেই নানা যানবাহনে মাছ ধরার হরেক রকম উপকরণ নিয়ে হাজির হয় বিলে। হৈ হৈ রৈ রৈ করতে করতে করতে আল্লাহ ও রাসুলের নাম নিয়ে নেমে পড়ে বিলের শীতল পানিতে। শত শত সৌখিন মৎস্য শিকারীর হাতে হাতে পলো। এছাড়া নানা রকমের জাল দিয়েও মাছ ধরা হয়। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর,আটঘরিয়া ও বড়াইগ্রাম উপজেলার কয়েকশত মানুষ এতে অংশ নেন। বিলে আমন ধান থাকার কারণে শুধু বিলের মাঝের পানিতে মাছ শিকার করা হয়। ধান কাটার পর গোটা বিলে নামবে এই বাউত। গত ২৩ অক্টোবর শুরু হয়। আগামী ২ মাস এ উৎসব চলবে বলে জানান বাউতে আসা মৎস্য শিকারীরা।

বাউতে আসা সৌখিন মৎস্য শিকারীরা জানান, এই মাছ ধরা উৎসবে বোয়াল, শোল, রুই, কাতলা ছাড়াও হরেক রকম দেশি প্রজাতির মাছ পাওয়া যায়। প্রতি বছরই চলনবিল অঞ্চলে নদী ও বিলে কার্তিক, আগ্রহায়ন ও পৌষ মাসে বাউত নামে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, শুনেছি চলনবিল অঞ্চলে বাউত উৎসবের নামে মাছ ধরা হয়। বিল ও নদীতে হাজার হাজার মানুষ এই মাছ ধরায় যোগ দেন। এতে করে বিলের জলজপ্রাণি ও শাপলা শালুকের ব্যাপক ক্ষতি হয়। মারা যায় ছোট ছোট মাছ। এ বাপারে গণসচেতনতা তৈরি করা দরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ