Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পুনরায় ভোট গ্রহণের দাবি

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সভার নির্বাচনের ফলাফল বাতিলের দাবি ও ইভিএম মেশিনের ইলেকট্রিকালার ক্রটি পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছেন মেয়র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাকারী রিপন আহম্মেদ বাবু ও তার সমর্থকরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেয়র প্রার্থী হিসাবে প্রতিদন্ডিতাকারী রিপন আহম্মেদ বাবু বলেন, ২ নভেম্বর নিবার্চনে তিনি রেলইঞ্জিন মার্কা নিয়ে নির্বাচন করি। ভোট গ্রহণের সময় রেলইঞ্জিন মার্কাটি অস্পষ্ট দেখা যায় এবং ভোট গ্রহণে ব্যবহৃত ইভিএম মেশিনের ইলেকট্রিকালার ক্রটি থাকায় ৩টি মেশিন বিকল হয়ে যায়। এতে আমি আমার কাংখিত ফল থেকে বঞ্চিত হয়েছি। মানববন্ধনে তারা পৌর নির্বাচনের ফলাফল বাতিল ও আবার ভোট গ্রহণের দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ