বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বৃহস্পতিবার (১১ নভেম্বর) যশোরের ঝিকরগাছা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সাংবাদিকরা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন। তবে উপজেলা নির্বাচন অফিস তাদের নোটিশ বোর্ডে ‘সাংবাদিক সংক্রান্ত নির্দেশনা’ শিরোনামে বেশ কিছু নির্দেশনা জারি করেছে।
সেখানে সবার নিচে বিশেষ দ্রষ্টব্য লিখে বলা হয়েছে ‘মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না। এ বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা বলছেন, স্থানীয় সাংবাদিকদের কেউ তো প্রাইভেট বা মাইক্রোবাস ব্যবহার করেন না। তারা মোটরসাইকেলেই সংবাদ সংগ্রহ করেন। আর নির্বাচনের দিন কোথাও কোনো সহিংসতা হলে দ্রুত যাওয়ার জন্য মোটরসাইকেলই সব থেকে ভালো যানবাহন। তাহলে কেনো মোটরসাইকেল ব্যবহার করতে দেয়া হবে না? তাদের দাবি এটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অন্তরায় হবে।
মঙ্গলবার (৯ নভেম্বর) ঝিকরগাছা রির্পোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক আবু রায়হান কর্মরত সাংবাদিকদের তালিকা নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গেলে তাকে বলা হয় নোটিশ বোর্ডের নির্দেশনা অনুযায়ী কাগজপত্র রেখে যান আগামীকাল বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কার্ড নিয়ে যাবেন। এ বিষয়ে তার সাথে আর কোনো কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা।
এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজার মুঠোফোনে কল করা হলে তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।