Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিলমারী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৬:১৫ পিএম

কুড়িগ্রামের চিলমারী উপজেলা চিলমারী ইউনিয়নকে প্রাথমিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

মঙ্গলবার বিকেলে উপজেলার কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে চিলমারী ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি, আরডিআরএস) সহযোগিতায় চিলমারী ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে চিলমারী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গয়ছল হক মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, হবিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার শোয়েব সাত-ঈল ইভান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা খাতুন, একাডেমিক সুপারভাইজার আব্দুল হালিম, বিবিএফজি এর কো-অর্ডিনেটর ফারজানা ফৌজিয়া।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, কাজী, শিক্ষার্থী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ