Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ৭ শ্রেনীর ছাত্রী গনধর্ষনে তিন ধর্ষক আটক

ফরিদপুর জেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৬:০৯ পিএম

ফরিদপুরে ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার ( ৯ নভেম্বর) দুপুরে কোতোয়ালি থানায় গগনমাধ্যমকে জেলা পুলিশ কর্তৃক জানানো হয় গত ৭ ই নভেম্বর রাত অনুমান দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কোতোয়ালি থানাধীন শেখ কামাল (৩৭) পিতা-মৃত ওহাব , শেখ গ্রামঃ চড়টেপুরাকান্দি সুলতান নগর ডাঙী, থানা কোতোয়ালী, জেলা ফরিদপুর, ৭ ম শ্রেনীর ছাত্রী কিশোর কন্যা (১২) রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে গেলে আসামি আকাশ শেখ (১৮) পিতাঃ মোঃ শুকুর শেখ, গ্রামঃ আইজুদ্দিন মাতব্বরের ডাঙ্গী, থানা কোতোয়ালী, জেলা ফরিদপুর সহ অজ্ঞাত নামা তিন-চারজন মিলে কিশোরীকে পিছন থেকে চেপে ধরে জোরপূর্বক ইজিবাইকে পার্শ্ববর্তী চর মাধবদিয়া ইউনিয়ন এর আসির উদ্দিন মুন্সী ডাংগি নিকটে নিকলী হাওর এর জনৈক ইদ্রিস শেকের রসুন খেতের শ্যালো মেশিন হাউজের উপরে নিয়ে আসামীরা পালাক্রমে কিশোরিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

ধর্ষণের পর আসামিরা উক্ত কিশোরীকে মুমূর্ষ অবস্থায় ফাঁকা মাঠের মধ্যে ফেলে চলে যায়। পরে কিছুটা সুস্থ হলে উক্ত কিশোরী বাড়িতে গিয়ে তার মার কাছে সব ঘটনা বলে।

পরবর্তীতে উক্ত কিশোরীর মা রুমা বেগম আত্মীয় স্বজনদের সহায়তায় মেয়েকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতাল ভর্তি করেন।

এ ঘটনায় কিশোরী পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দাখিল করেন, মামলা নং ২২ তারিখঃ ৯ নভেম্বর নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সং শো /০৩ ) এর ৭/৯/(৩)/৩০ রুজু হয় ।

আসামি আকাশকে টেপাখোলা বেরিবাধ হতে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় রনি শেখ (১৮) শিপন শেখ (১৯) সোহাগ (১৯) অজ্ঞাত নামা অটোচালক সহ তারা উক্ত কিশোরিকে জোরপূর্বক অপহরণ করে চর মাধবদিয়া ইউনিয়নের আসির উদ্দিন মুন্সিডাঙ্গার নিকট নিকলী হাওরের জনৈক ইদ্রিস থেকে রসুন খেতের শ্যালো মেশিন হাউজের উপরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

আসামি আকাশের দেওয়া তথ্য মতে আসামি রনি শেখ (১৮) পিতাঃ আব্দুস সালাম শেখ গ্রামঃ আইজুদ্দিন মাতুব্বরের ডাংগি , মোহাম্মদ শিপন শেখ (১৯) পিতাঃ মোহাম্মদ রাজ্জাক গ্রমা,পূর্ব ডাংগি উভয় থানা কোতয়ালী ফরিদপুরদ্বয়কে কে গ্রেফতার করা হয়।

এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। থানায়, প্রেস ব্রিফিংয়ে এ তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা , এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর সার্কেল সুমন চন্দ্র সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল। তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের প্রমূখ।

ধর্ষনের ঘটনার পর পর পুলিশের তৎপরতায় দোষীদের রাতেই গ্রেফতার করায় সংশ্লিষ্ট এলাকাবাসী ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম (সেবা)সহ অভিযানের সকল পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।

অন্য দিকে, ডিক্রিরচর ইউনিয়নের বখাটে ধর্ষক শিপন গ্রেফতার হাওয়ায় এলাকার মানুষ শস্তি প্রকাশ করেছে। সে এর আগেও কয়েকটি মামলায় নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ