Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতীতে বিট পুলিশিং পথসভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী ( শেরপুর ) থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৬:০৬ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে নলকুড়া ইউনিয়নে বিট পুলিশিং পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর মঙ্গলবার উপজেলার নলকুড়া ইউনিয়ন বিট পুলিশিং অফিসার মো: আনোয়ারুল ইসলামের আয়োজনে এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, নলকুড়া ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম মিলন,স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাম্মত শেফালী বেগম, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন রোপন প্রমুখ।
উল্লেখ্য যে,বাংলাদেশ পুলিশ প্রধান ডঃ বেনজির আহমেদ (আইজিপি) এর নির্দেশনায় এবং ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের নির্দেশক্রমে উপজেলার নলকুড়া ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তারা মাদক বিরোধী,বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, সামাজিক বিরোধ, জমাজমি বিরোধ এসব সমস্যা সমাধান না হলে দ্রুত থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ