Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের ভেতরে রেখেই তালা দিলেন রাবি মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৬:০১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে ৫টি রুমে শিক্ষার্থীদের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ রাবি শাখার এক নেতা। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ তালা দেওয়া হয়।

আবাসিক শিক্ষার্থীরা জানান, হলের দ্বিতীয় ব্লকের দ্বিতীয় তলার ২১৯ থেকে ২২৩ নম্বর রুম পর্যন্ত এভাবে তালা লাগানো হয়। পরবর্তীতে রুমে তালা লাগানোর বিষয়টি জানাজানি হলে হল কর্তৃপক্ষ তালা ভেঙে শিক্ষার্থীদের বের করেন। ২২২ নম্বর রুমের ভুক্তভোগী শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, 'আমি তখন পড়ছিলাম। বাইরে থেকে দরজা নাড়ানোর শব্দ হচ্ছিল। দরজার কাছে গিয়ে দেখি দরজা খুলছে না। দরজায় তালা লাগানো হয়েছে।' তালা লাগানোর বিষয়টি স্বীকার করে মুক্তিযোদ্ধা মঞ্চ রাবি শাখার সাংগঠনিক সম্পাদক সাইদ বিন একরাম বলেন, আমাদের অনেক শিক্ষার্থীর হলের অ্যালটমেন্ট থাকলেও দীর্ঘদিন যাবত তাদের হলে সিট দেওয়া হচ্ছে না। এ কারণে বাধ্য হয়েই আমরা হলের বিভিন্ন রুমে তালা দিয়েছি। হলে এভাবে তালা দেওয়ার অধিকার তার আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকে যদি হলে রুম বরাদ্দ দেওয়া হতো তবে এ ধরনের ঘটনা ঘটতো না।

এ ঘটনার প্রতিবাদে হল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন হলের আবাসিক শিক্ষার্থীরা। তারা জানান, হলের সিসিটিভি ফুটেজ দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে হলের শিক্ষার্থীদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এভাবে শিক্ষার্থীদের রুমের ভেতরে রেখে তালা দেওয়া অবশ্যই একটি নিকৃষ্টতম কাজ। আমরা ইতোমধ্যে প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানিয়েছি। বিকাল ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হল কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ