Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্দির ভাংচুরের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৫:৫০ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব’র বিরুদ্ধে মন্দির ভাংচুর,নিজ সম্প্রদায় ও নিরীহ জনসাধারণের উপর অত্যাচার, ক্ষমতার অপব্যবহার ও দূর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার(৯ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর ব্যানারে শতাধিক লোক উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন। পরে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রুবেল দাশ, কাজল দত্ত, রাজিব কুমার দাস, জুটন মিত্র, তিনেশ চক্রবর্তী, নন্দীনি চক্রবর্তী প্রমুখ। এসময় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন,স্বাধীনতার পরবর্তী সময় থেকে আনোয়ারায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায় সাম্প্রদায়িকতার উর্দ্ধে গিয়ে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। কিন্তু অসিম কুমার দেব চেয়ারম্যান হওয়ার পর থেকে সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করে সাধারণ মানুষের মাঝে অত্যাচার নির্যাতন শুরু করে। মন্দিরের টাকা ও জায়গা দখলে নিতে অসিম চেয়ারম্যান এ মন্দির ভাংচুর করেন।
এদিকে স্মারকলিপি পাওয়ার পর জয়কালী বাজারের সর্দারপাড়ার লোকনাথ মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, সহকারী পুলিশ সুপার(সার্কেল) হুমায়ন কবির ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ