Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিকল্প জীবিকায়নে কলাপাড়ায় ১৯৮ নারীর মাঝে হাঁস ও হস্তশিল্পের মালামাল বিতরন

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৪:০৯ পিএম

বিকল্প জীবিকায়নে পটুয়াখালীর কলাপাড়ায় ১৯২ নারীর মাঝে বিতরন করা হয়েছে খাঁকি ক্যাম্বেল-হাঁস। এছাড়া ক্ষুদ্র ব্যাবসার সহায়তায় জন্য ৬ টি রাখাইন পরিবারকে হস্তশিল্পের মালামাল সুতা ও বাঁশ বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ হতদরিদ্র নারীদের মাঝে এ সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এ সময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মি:সিলভেষ্টার মাইকেল মধু, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মি:জেমস রাজীব বিশ্বাস, মনিটরিং অফিসার পায়েল চন্দ্র দাস সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা সহকারী প্রোগ্রাম ম্যানেজার মি: জেমস রাজীব বিশ্বাস বলেন, বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁিকহ্রাস প্রকল্প উদ্যোগে এ উপজেলার বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, মহিপুর, লতাচাপলী নীলগঞ্জ ইউনিয়নের মোট ১৯২ হত দরিদ্র পরিবারকে বিকল্প জীবিকায়নরে জন্য খাঁকি ক্যাম্বেল-হাঁস বিতরন করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০টি করে হাঁস দেয়া হয়েছে। এছাড়া একই সাথে ৬ টি রাখাইন পরিবারের মধ্যে হস্তশিল্পের মালামাল বিতরন করা হয়েছে।
ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মি: সিলভেষ্টার মাইকেল মধু বলেন, জলবাযু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও ওইসব পরিবারের বিকল্প জীবিকায়নরে জন্য এসব সহায়তা প্রদান কর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ