Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বা‌গেরহা‌টে অতিথি পাখি উদ্ধারের পর অবমুক্ত

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৩:৫৫ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮টি অতিথি পাখি উদ্ধার করা হয়েছে। এসময় পাখি শিকারের সাথে জড়িত শিকারী ও ব্যবসায়ীরা পালিয়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার মেহেরপুর গ্রাম থেকে ওই পাখি গুলো উদ্ধার করে। পরে পাখি গুলো উপজেলা পরিষদ চত্ত্বরে এনে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন বলেন, উপজেলার বিভিন্ন বিলে ও উঁচু গাছে শীত মৌসুমে দেশীয় ও অতিথি পাখি পড়ে। কিন্তু কিছু অসাধু পাখি ব্যবসায়ী ও শিকারী রাতের অন্ধকারে ফাঁদ পেতে ও সাউন্ড বক্সে কৃত্রিম পাখির ডাক বাজিয়ে পাখি শিকার করে। এসকল পাখি শিকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ