Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকটক ভিডিও নিয়ে নির্যাতন ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সোনাগাজী উপজেলায় টিকটক ভিডিও নিয়ে নির্যাতন সইতে না পেরে এক তরুণ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাতে সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ এলাকায় নিজ বাড়ির ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধারের দাবি করেছে পরিবার।

লাশ উদ্ধার হওয়া তরুণের নাম ইমরান হোসেন। তিনি পেশায় নির্মাণশ্রমিক (রাজমিস্ত্রি) ছিলেন। তাঁর পরিবার বলছে, তাঁর লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে মৃত্যুর কারণ ও নির্যাতনকারী আটজনের নাম লিখে গেছেন। ওই দিকে রাতেই পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ওই ঘটনায় ইমরানের বাবা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
ইমরানের পরিবার জানায়, কয়েক দিন আগে উপজেলার পশ্চিম চর দরবেশ ও আদর্শগ্রামে এলাকায় মুছাপুর সড়কে গিয়ে ইমরান একটি টিকটক ভিডিও বানান। ভিডিও করার সময় ভুলবশত স্থানীয় এক মেয়ের ছবি উঠে যায়। সেই ছবি তোলাকে কেন্দ্র করে স্থানীয় আটজন যুবক তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এতে ইমরান ভুল স্বীকার করে তাঁদের কাছে ক্ষমা চান। এরপরও ওই যুবকেরা তাঁকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে চর দরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পলান উদ্দিন বলেন, কয়েক দিন আগে টিকটক করার সময় স্থানীয় এক মেয়ের ছবি ভিডিওতে থাকা নিয়ে ওই মেয়ের ভাইসহ সাত আটজন ইমরানকে মারধর করেছেন। তাঁদের কাছে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছিলেন। এরপরও গত রোববার সন্ধ্যায় স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে গেলে আবারও ইমরানকে হুমকিধমকি দেওয়া হয়। তাঁদের নির্যাতন ও অপমান সইতে না পেরে ইমরান আত্মহত্যা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ