রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বই চুরি মামলার আসামি ও দুর্নীতিবাজ শেরপুরের শ্রীবরদীর ঘোনাপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর ফারজানার শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে জেলা শহরের ডিসি গেট চত্বরে ঘোনাপাড়া গ্রামের এলাকাবাসী এ মানববন্ধন করে। আক্তার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, কুড়িকাহনীয়া ইউপি আ.লীগের মুনির হোসেন, গরজড়িপা ইউপি আ.লীগের সভাপতি সাইফুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় অভিভবক এবং ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, গত ৮ আগস্ট বিনা মূল্যের বই বিক্রির সময় এলাকাবাসী ধরে পুলিশে দেয়। ওই মামলায় প্রধান আসামি হন কোহিনুর ফারজানা। কিন্তু বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক তাদের নানা দুর্নীতি চালিয়ে যাচ্ছে। তাই শেরপুর জেলা প্রশাসনের কাছে কমিটি ভেঙে স্বচ্ছ কমিটির দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।