Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষকের শাস্তি দাবি

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বই চুরি মামলার আসামি ও দুর্নীতিবাজ শেরপুরের শ্রীবরদীর ঘোনাপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর ফারজানার শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে জেলা শহরের ডিসি গেট চত্বরে ঘোনাপাড়া গ্রামের এলাকাবাসী এ মানববন্ধন করে। আক্তার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, কুড়িকাহনীয়া ইউপি আ.লীগের মুনির হোসেন, গরজড়িপা ইউপি আ.লীগের সভাপতি সাইফুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় অভিভবক এবং ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, গত ৮ আগস্ট বিনা মূল্যের বই বিক্রির সময় এলাকাবাসী ধরে পুলিশে দেয়। ওই মামলায় প্রধান আসামি হন কোহিনুর ফারজানা। কিন্তু বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক তাদের নানা দুর্নীতি চালিয়ে যাচ্ছে। তাই শেরপুর জেলা প্রশাসনের কাছে কমিটি ভেঙে স্বচ্ছ কমিটির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ