রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত ভবনের উদ্বোধন করেন বেসামিরক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ উপলক্ষে রাজঘর গ্রামবাসীর উদ্যোগে ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফকরুল হাসানের আয়োজনে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে উদ্বোধনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর প্রফেসর ডক্টর মো. খসরু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম ভুঁইয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে যা অতীতে কখনো হয়নি। এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রেই অবকাঠামোগত উন্নয়ন ঘটবে। সভায় নাটাই ইউনিয়ন গ্রামবাসীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।