Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোমারে পৌর বিএনপি’র সাবেক সভাপতি রাজু’র জানাজা সম্পন্ন

ডোমার (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৬:৩৬ পিএম | আপডেট : ৬:৪১ পিএম, ৮ নভেম্বর, ২০২১

 নীলফামারীর ডোমারে পৌর বিএনপি’র সাবেক সভাপতি রেজাউল করিম রাজু’র জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে।

রোববার (৭ নভেম্বর) বিকাল ৩.৪৫ মিনিটে ডোমার সাহাপাড়া নিজবাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লা - - - রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৬৮) বছর। তিনি উক্ত এলাকার মৃত মোজাম্মেল হক বলে’র প্রথম পুত্র। সোমবার দুপুর আড়াই টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজে মাঠে জানাজার নামাজ শেষে চিকনমাটি ধনীপাড়া পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। তিনি দীর্ঘদিন যাবত ডোমার পৌর বিএনপি’র সভাপতি ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের হিসাব রক্ষক হিসাবে দ্বায়ীত্ব পালন করেন। তার জানাজায় নব-নির্বচিত পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যপক খায়রুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, নীলফামারী পৌর বিএনপি’র সভাপতি মাহাবুব রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু’ সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পুসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। এ সময় মরহুমের পরিবারের পক্ষে মেজো ভাই বীর মুক্তিযোদ্ধা বজলুল করিম বজু, ছোট ভাই একেএম সুজাউল করিম সিজু, একমাত্র ছেলে সিফাত করিম প্রমূখ বক্তব্য রাখেন। তিনি ১ ছেলে ২ মেয়ে ২ নাতি, নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। জানাজা ও দোয়া পরিচালনা করেন, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ঈমাম আলহাজ্ব মুফতি মাহামুদ বীন আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ