Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষনের মিথ্যা মামলা করায় বাদীকে ৫বছরের কারাদণ্ড

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৬:৩০ পিএম

বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান মিথ্যা ধর্ষনের অভিযোগের মামলা প্রমানিত হওয়ায় মামলার বাদী আসমা বেগম(২৬)কে ৫ বছরে কারাদন্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন। সোমবার আসমা বেগমের উপস্হিতিতে আদালত এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীসহ উপস্হিত আইনজীবী ও বিচার প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। মিথ্যা ও বানোয়াট নারী নির্যাতন -ধর্ষন মামলা যারা করেন তাদের জন্য এটি সতর্কীকরণ। এধরনের মামলায় সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আসামী পক্ষের আইনজীবী জিয়া উদ্দীন বলেন , আশা করি মিথ্যা মামলা দেয়ার প্রবণতা কমে আসবে।

মামলার বিবরণে জানাযায়, তালতলী উপজেলার ঝাড়াখালী গ্রামের আব্দুস ছত্তার খানের ছেলে স্বপনের বিরুদ্বে প্রতিবেশী কালাম খানের স্ত্রী আসমা বেগম ধর্ষনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১৬ সালের ১৫ মে একটি মামলা দায়ের করেন। আদালত মামলা তদন্তের জন্য তালতলী থানাকে নির্দেশ দেন। তালতলী থানার তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে তদন্ত শেষে অভিযোগ অসত্য -ভিত্তিহীন উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দেন।
এই প্রতিবেদনের বিরুদ্বে বাদী আসমা বেগম নারাজি আবেদন করলে আদালত তা অগ্রাহ্য করেন।
২০১৭ সালের ২ জানুয়ারি স্বপন খান ধর্ষন মামলার বাদী আসমা বেগমের বিরুদ্বে একই আদালতে মিথ্যা ধর্ষন মামলা করে সম্মানহানী, হয়রানী করার অভিযোগ মামলা দায়ের করেন। আদালত স্বাক্ষী প্রমান শেষে আসমা বেগমের বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ