Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

নোয়াখালীর বেগমগঞ্জে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৫:৩৫ পিএম

বেগমগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার ভোর রাতে উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মিয়ার টেকে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

জানা যায়, কাদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ৩ জন। নৌকার প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, নুর নবী,জাবের হোসেন রাজু।

কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী সালাহ উদ্দিন অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের প্রার্থীর লোকজন এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে বিকেল ৩টা ৫৩মিনিটে একাধিকবার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরনবীর ফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ