Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন

ঝিনাইগাতী ( শেরপুর ) থেকেঃ | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৫:০৯ পিএম

বই চুরি মামলার আসামি ও দুর্নীতিবাজ শেরপুরের শ্রীবরদীর ঘোনাপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর ফারজানার শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে জেলা শহরের ডিসি গেইট চত্বরে ঘোনাপাড়া গ্রামের এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। আক্তার আলীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, কুড়িকাহনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের মুনির হোসেন, গরজড়িপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় অভিভবক এবং ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, চলতি বছরের ৮ আগস্ট ওই বিদ্যালয়ের বিনা মূল্যের বই রাতের আঁধারে চুরি করে বিক্রির সময় এলাকাবাসী ধরে পুলিশে দেয়। পরে ওই মামলায় প্রধান আসামি হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর ফারজানা। কিন্তু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পারিবারিক হওয়ায় বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক তাদের নানা দুর্নীতি চালিয়ে যাচ্ছে। তাই শেরপুর জেলা প্রশাসনের কাছে অতিদ্রুত ওই দুর্নীতিবাজ বই চোর প্রধান শিক্ষকের অপসারণ ও বিচার এবং বিদ্যালয়ের পারিবারিক কমিটি ভেঙ্গে সচ্ছ কমিটি করার দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ