Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণে শান্তি ফিরিয়ে আনা সম্ভব’

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

বায়তুশ শরিফ আনজুমনে ইত্তেহাদ ও আনজুমানে নওজোয়ান বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেছেন, পরিবার সমাজ, রাষ্ট্র তথা বিশ্বের সামাজিক অবক্ষয়, অন্যায়-জুলুম রোধ ও অনৈতিকতার হাত থেকে মুক্ত করতে হলে মানব জীবনের সর্বক্ষেত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)’র মুহাব্বত অন্তরে ধারণ করে তার আদর্শ অনুসরণের মাধ্যমে পৃথিবীতে শান্তি ফিরে আনা সম্ভব’। গত শনিবার রাতে রাউজান পৌরসভার এম.জে. স্কোয়ার সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেয়র জমির উদদীন পারভেজ। প্রধান বক্ত ছিলেন বায়তুশ শরিফ মজলিসুল ওলামা বাংলাদেশ›র মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নুরী। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ, মাওলানা মুহাম্মদ মুহিববুর রহমান, মাওলানা মুহাম্মদ নাঈম উল্লাহ, মাওলানা কবির আহম্মেদ, মাওলানা নাছির উদ্দীন, কাজী মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, আ.লীগ নেতা এসএম বাবর, আলহাজ মাহবুবুল আলম, মাস্টার শাহ আলম, শওকত আকবর চৌধুরী, রিদোয়ানুল করিম, মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান, আলহাজ শামসুল আলম সওদাগর, ওমর ফারুক চৌধুরী, জাবের হোসেন মিন্টুসহ বায়তুশ শরিফ আনজুমনে ইত্তেহাদের সম্পাদক-সদস্যবৃন্দ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ