Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নির্বাচনী ক্যাম্প ভাঙচুর : আহত ১৫

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ভোলার দৌলতখানে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় ২টি নির্বাচনী ক্যাম্প ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেরানীবাজারে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে চরপাতা ২নং ওয়ার্ডের কেরানী বাজারে মোরগ প্রতীকের মেম্বারপ্রার্থী মো. সেলিমের নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী মো. নুরে আলমের কর্মী-সমর্থকরা। এসময় সেলিমের কয়েকজন সমর্থককে মারধর করা হয়। খবর পেয়ে মেম্বারপ্রার্থী সেলিমের কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে গেলে বাকবিতন্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘষের্র ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে দু’পক্ষেন কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে। মোরগ প্রতীকের প্রার্থী সেলিম জানায়, আমার কর্মী-সমর্থকরা প্রচারণা শেষে কেরানীবাজারে নির্বাচনী ক্যাম্পে গেলে ফুটবল প্রতীকের প্রার্থী নুরে আলমের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের কর্মীরা আমার কর্মীদের মারধর ও নির্বাচনী ক্যাম্পের আসবাবপত্র ভাঙচুর করে। পরে ৯৯৯-এ ফোন করলে দৌলতখান থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিপক্ষের হামলায় আমার ৬ জন কর্মী আহত হয়েছেন। ঘটনার সত্যতা অস্বীকার করে ফুটবল প্রতীকের প্রার্থী নুরে আলমের সমর্থকরা জানায়, নির্বাচনী প্রচারণা চালানোর সময় মেম্বারপ্রার্থী সেলিমের সমর্থকরা তাদের ওপর হামলা চালায় ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে।
দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ