রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালী প্রেসক্লাবের উন্নয়নে পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি ও গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ শাহীন শাহ-এর ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গত ৬ নভেম্বর রাতে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ ও গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ। সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ এর সঞ্চালনায় এ ছাড়াও অনুষ্টান বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, নির্মল কুমার রক্ষিত, কাজী সামসুর রহমান ইকবাল, মো. জাকির হোসেন, কাজল বরন দাস ও সহসভাপতি সোহরাব হোসেন। সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর, সুধীজনসহ পটুয়াখালী জেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।