Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভুয়া কাগজপত্রে বিয়ে করে পতিতালয়ে বিক্রি, প্রতারক স্বামীসহ মানবপাচারকারী চক্রের ২ নারী সদস্য গ্রেফতার

বাগেরহাট স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ৭:৩০ পিএম

বাগেরহাটের রামপালের তেঘরিয়া এলাকার সৈয়দ আজিজুল হাকিম ওরফে বাপ্পি (২৪) সদর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের এক কিশোরীকে পটিয়ে গত এপ্রিল মাসে খুলনায় নিয়ে যান। সেখানে নিয়ে বাপ্পি ভুয়া কাগজপত্রে কিশোরীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ওই কিশোরীকে খুলনার বয়রা এলাকার সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের মুলহোতা লাভলী বেগমের কাছে নগদ ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এরপর লাভলী বেগম তার ৩/৪ জন মহিলা সহয়োগীদের দিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক দেহ ব্যবসা/পতিতাবৃত্তি করতে বাধ্য করেন। টানা ৬ মাস ধরে আটকে রেখে লাভলী বেগম কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে পতিতাবৃত্তি করান। এক পর্যায়ে বাপ্পি ও লাভলী কিশোরীকে ভারতে পাচারের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা টের পেয়ে কিশোরীটি সেখান থেকে কৌশলে পালিয়ে রামপালে পিতার বাড়ীতে চলে আসেন। এরপর তার পরিবার এ ঘটনার বিচারের দাবীতে র‌্যাব-৬ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে র‌্যাব সদস্যরা বাগেরহাটের রামপালের ফয়লাহাট বাস ষ্ট্যান্ড থেকে অভিযুক্ত সৈয়দ আজিজুল হাকিম ওরফে বাপ্পি (২৪) কে গ্রেফতার করেন। বাপ্পি রামপালের তেঘরিয়া গ্রামের মৃত সৈয়দ ইলিয়াসের ছেলে। গ্রেফতারকৃত সৈয়দ আজিজুল হাকিম ওরফে বাপ্পির (২৪) দেয়া তথ্য মতে রবিবার খুলনার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের মূল হোতা লাভলী বেগম (৪০) ও লাভলীর সহযোগী শাহীনা খাতুন (২০) কে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের এই জঘন্য অপরাধের কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়েরের পর রবিবার বিকেলে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ