Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ১৪ ইউপিতে নির্বাচন: আটক ২,অর্ধশতাধিক মোটরসাইকেল জব্দ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ৬:২০ পিএম

বেগমগঞ্জে আগামি ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সহিংসতামুক্ত করতে বিশেষ অভিযান চালিয়ে ২ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় ৫০টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলো, টিটু বাহিনীর অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী উপজেলার একাব্বরপুর গ্রামের মিলনের ছেলে মো.তারেক হোসেন (২১) একই উপজেলার ভবভদ্রী গ্রামের মৃত ফকির আব্দুল মান্নানের ছেলে ফয়সাল আমিন (৩০)।

রোববার দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের একাব্বরপুর ও ভবভদ্রী গ্রামে রোববার ভোর রাতে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে আটক করে। তারা আলাইয়ারপুর ইউনিয়নের টিটু বাহিনীর সক্রিয় সদস্য। তাহাদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য,নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে চলছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। আগামি ১১ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দ পেয়ে দিন রাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর পাশাপাশি সমানভাবে মাঠ দখলে রেখেছেন বিদ্রোহী ও বিএনপি হিসেবে পরিচিত প্রার্থীরা। তবে, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

বেগমগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। সাধারণ ভোটাররা বলছেন নির্বাচনের প্রতিদ্বন্দিতা হবে ত্রিমুখী। ভোটের মাঠে সমানতালে মাঠে আছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বিদ্রোহী ও বিএনপি প্রার্থী হিসেবে পরিচিত প্রার্থী। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিটি ইউনিয়নে রয়েছে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.রাহাত তানভীর চৌধুরী বলেছেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি আরো জানান, ভোটে চেয়ারম্যান পদে ১৪ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৮ জন। নরোত্তমপুর ও বেগমগঞ্জ ইউনিয়নে ইভিএম এ ভোট হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ