Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধা ঘন্টায় দেয়া হত এমএ-বিএ, এইচএসসি ’র সার্টিফিকেট ও এনআইডি !

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ৪:৪৮ পিএম

এমএ, বিএ, এইচএসসি পাশ না করলেও কোনো সমস্যা ছিল না। মোটা অংকের টাকা দিলেই পাওয়া যেত এসব পরীক্ষার মূল সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র। জাতীয় পরিচয়পত্র দেয়া হতো হুবুহু আসল এনআইডি কার্ডের মতই। এছাড়া বিভিন্ন প্রত্যয়নপত্র, প্রশংসাপত্র, প্রাতিষ্ঠনিক আইডি কার্ড-সব কিছুই পাওয়া যেত খুলনার দৌলতপুর বিএল কলেজের সামনে ডিজিটাল ফটোস্ট্যাট নামের দোকানটিতে। এভাবে প্রতারণার মাধ্যমে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। বেশ কিছুদিন ধরে র‌্যাব-৬ দোকানটির ওপর গোয়েন্দা নজরদারী চালাচ্ছিল। শনিবার রাতে র‌্যাবের একটি টিম দোকানে অভিযান চালায়।
আজ রোববার র‌্যাব-৬ জানিয়েছে, অভিযান চালিয়ে ওই দোকানের কর্মচারী সাব্বির হোনেরকে (২২) আটক করা হয়। এসময় ওই দোকান থেকে ৩টি জাল সার্টিফিকেট, ১ টি জাল জাতীয় পরিচয়পত্র, কম্পিউটারসহ প্রতারণার বিভিন্ন উপকরণ ও সরঞ্জামাদী জব্দ করা হয়। দোকান মালিক মামুন অভিযানের আগেই পালিয়ে যায়।
গ্রেফতারকৃত সাব্বির হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ রোববার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ