বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে মৎসবীজদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের নাজিরার টেক শুটকি মহল এলাকার সাগরের তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন জ্বালানি তেলের দাম কমানো না হলে চরম ক্ষতির মুখে পড়বে জেলেরা। বর্ধিত দামে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে কোন বোট লাভের মুখ দেখবে না। অবিলম্বে এ মুল্য কমানো না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন তারা।
এতে বক্তব্য রাখেন, পৌরসভার কাউন্সিলর এস আই আক্তার কামাল, বোট মালিক সমিতির সভাপতি আবুল বশর কোম্পানি, মৎস্য ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক আতাউর রহমান কায়সার, মাঝিমল্লা সমিতির সভাপতি নুরুল বশর বাদশা,
বোট মালিক সমিতির নেতাতণাঙন আরমানসহ অন্যরা।
এসময় বক্তারা জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি কামানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে মৎস্য আহরণে জড়িত কয়েক শতাধিক লোক অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।