Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে গৃহবধূকে নির্যাতন করে চুল কেটে দেয়ার অভিযোগ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ১১:২৫ পিএম

যশোরে পারিবারিক কলহের জের ধরে কাজল রেখা (৪২) নামে এক গৃহবধূকে মারপিট করে মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার বিকালে সদর উপজেলার মালঞ্চী গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতিতা ওই গৃহবধূ এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই গ্রামের নওয়াব আলীর স্ত্রী।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘আমার বাড়ির সাথে মুদি দোকান। ওই দোকান চালিয়ে দোকানের বেচাকেনার উপর সংসার চলে। কিন্তু আমার দেবর রিপন, আজগর ও আক্তার শনিবার দোকান নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আমাকে মারপিট করেন। এ সময় আক্তারের স্ত্রী বিলকিস, আজগরের স্ত্রী বিউটি এবং রিপনের স্ত্রী জোস্না আমার মাথার চুল কেটে দেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার পূর্বের স্বামী মারা যাওয়ার পরে চাচাতো শ্বশুর সম্পর্কে কুৎসা রটনা করে। পরে বাধ্য হয়ে চাচা শ্বশুর নওশেরকে বিয়ে করি।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দীন বলেন, ‘কাজল রেখার শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত রয়েছে। তার মাথার চুল কাটা বিষয়টি স্পর্শকাতর। আমি তাকে ভর্তি করে মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসার জন্য পাঠিয়েছি।’

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘এরকম কোন অভিযোগ আমার কাছে আসেনি। খোঁজ নেয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ