বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে অনলাইন শপ দারাজের নাম ভাঙিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া চক্রের তিন সদস্যের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মামলাটি তদন্ত করে কোতোয়ালী থানার এসআই শংকর কুমার বিশ্বাস আদালতে এ চার্জশিট জমা দেন।
আসামিরা হলেন- যশোর সদর উপজেলার হামিদপুর দক্ষিণপাড়ার শাহরিয়ার আজম ওরফে আকাশ, চাঁদপাড়া গ্রামের মুশফিকুর রহমান ও হামিদপুর পশ্চিমপাড়ার আহসান কবীর রনি।
গত বছরের ১০ সেপ্টেম্বর বিকালে খুলনা লবনচরা র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির পুলিশ পরিদর্শক আব্দুল মতিন বিশেষ অভিযান চালিয়ে শার্শা উপজেলার গোগা গাজীপাড়া এলাকা থেকে প্রথমে শাহরিয়ার আজম আকাশকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে অপর দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের দখল হতে তিনটি ল্যাপটপ, একটি মনিটর, একটি সিপিইউ, পাঁচটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এঘটনায় আব্দুল মতিন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, আসামিরা ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে দারাজ অনলাইন শপ থেকে কেনাকাটার নামে বিকাশ থেকে চক্রটি প্রতিনিয়ত হাজার হাজার টাকা হাতিয়ে নিতো। তদন্তে কোতোয়ালী থানার এসআই শংকর অভিযোগের সত্যতা পেয়ে আদালতে এ চার্জশিট জমা দেন। আসামিদের আটক দেখানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।