প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আগামী ১৯ নভেম্বর শুক্রবার বিকেল ৫টায় ঢাকা ক্লাব স্যামসং এইচ চৌধুরী মিলনায়তনে জুরীমন্ডলীর মূল্যায়নে শ্রেষ্ঠত্বের বিচারে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চনাটক, নৃত্য ও সাংবাদিকতা বিভাগে ট্রাব অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করবে। পুরস্কারকে স্বচ্ছ, জবাবদিহিতামুলক করতে বিভিন্ন বিভাগে বিচারকমন্ডলী সমন্বয়ে জুরীবোর্ড গঠন করা হয়েছে। সাংবাদিকতা বিভাগের জুরীবোর্ডের চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার উপ-প্রধান বার্তা স¤পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওমর ফারুক, সদস্য সচিব সোহেল হায়দার চৌধুরী। চলচ্চিত্র জুরীবোর্ডের চেয়ারম্যান সাংবাদিক অরুণ চৌধুরী, সদস্য সচিব কামরুল হাসান দর্পণ। টিভি জুরীবোর্ডের চেয়ারম্যান সাংবাদিক তাপস রায়হান, সদস্য সচিব বাবুল হৃদয়, সঙ্গীত ও নৃত্য জুরীবোর্ডের চেয়ারম্যান কবি হাসনাইন সাজ্জাদী, সদস্য সচিব মাসুম আহাম্মদ। মঞ্চনাটক জুরীবোর্ডের চেয়ারম্যান মঞ্চসারথী আতাউর রহমান, সদস্য সচিব-ড. চঞ্চল সৈকত। প্রতিটি জুরীবোর্ডে কয়েকজন সদস্য রয়ছেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। ট্রাব অ্যাওয়ার্ড-২০২১ সফল করার জন্য ট্রাব অ্যাওয়ার্ড উদযাপন কমিটির চেয়ারম্যান সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সদস্য সচিব দেওয়ান হাবিবুর রহমান ও ট্রাব সভাপতি সালাম মাহমুদ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।