প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আসিফ শেখকে সবাই চেনে হিট হিন্দি সিটকম ‘ভাবি জি ঘর পার হ্যায়’তে বেকার স্বামী বিভূতি নারায়ণ মিশ্র’র চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু এই সিরিজেই আরও ৩০০’র বেশি ভূমিকায় অভিনয় করেছেন, আর তাতেই তার নাম অন্তর্ভুক্ত হয়েছে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে একই সিরিজে সর্বাধিক ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য। প্রথম পর্ব থেকেই সিচুয়েশন কমেডি (সিটকম) ধারার সিরিজটি জনপ্রিয়তা পেয়েছে। আসিফ প্রথম থেকে সিরিজটিতে বেকার অলস আর আমোদপ্রিয় বিভূতি নারায়ণ মিশ্র’র ভূমিকায় অভিনয় করে আসছেন। এই সিরিজে ৩০০’র বেশি আলাদা আলাদা চরিত্রে অভিনয়ের জন্য লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস তাকে একই শোতে সর্বাধিক চরিত্রে অভিনয়ের জন্য বিশ্ব রেকর্ডের সনদ দিয়েছে। নিখুঁত কমেডি টাইমিং এবং দক্ষ অভিনয়ের জন্য তার খ্যাতি রয়েছে। ধারাবাহিকে অভিনয় শুরুর আগে তিনি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। শেষ পর্যন্ত তিনি অন্তর্ভুক্ত হন ‘ভাবি জি ঘর পার হ্যায়’তে। আসিফ শেখ তার ইনস্টাগ্রামে খবরটি জানিয়েছেন, ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘এটি সম্ভব করার জন্য ধন্যবাদ আপনাদের। ‘ভাবি জি ঘর পার হ্যায়’তে ৩০০’র বেশি চরিত্রে অভিনয় ছাড়িয়েছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।