রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চলতি মৌসুমে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। উপজেলার বাউসিয়া, গুয়াগাছিয়া, ভবেরচর, ইমামপুর, টেংগারচর, গজারিয়া, হোসেন্দী ও বালুয়াকান্দি ইউনিয়নে ধান কাটার ধুমধাম চলছে। আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটছে। ধান কাটার জন্য গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, জামালপুর, ময়মনসিংহ, কুমিল্লার দেবিদ্বার, বড়ুরা, বুড়িচং ও চান্দিনা হতে শ্রমিকরা এসেছে। জামালপুর হতে আগত শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন জানান, আমরা অনেক বছর ধরে এলাকায় ধান কাটছি। এ বছর জমিতে ধান ভালো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নুর জানান, এবছর উপজেলা দুই হাজার আটশত হেক্টর জমিতে বুনা আমন বপন করা হয়। গত বছরের এ বছর ধান বপণ কিছু বেশী হয়েছে।
আড়ালিয়া গ্রামের কৃষক নুর আলী জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।