Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তপাঠ পাঠক কর্নার উদ্বোধন করলেন কুমিল্লা-৫ এর এমপি হাশেম খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ৭:২০ পিএম

কাগজের পত্রিকার পাঠক বৃদ্ধির লক্ষে বুড়িচং প্রেস ক্লাব (রেজিস্ট্রেশন নং ৪০৮)এর উদ্যোগে মুক্তপাঠ পাঠক কর্নার চালু করেছেন বুড়িচংয়ের সাংবাদিক মহল। এ উপলক্ষে আজ শনিবার সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের (বুড়িচং-বি পাড়ার) সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খান। মুক্তপাঠ পাঠক কর্নার উদ্বোধন করেন বুড়িচং থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন।

এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াত হাফিজ, সাধারণ সম্পাদক প্রভাষক মো. ইকবাল হোসেন, একুশে টিভির জেলা প্রতিনিধি মো. রনি, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. শামীম, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. ইমরান হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু ইউসফ ভূইয়া, সদস্য জাফর সাদেক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হাজী বিল্লাল হোসেন, জালাল উদ্দিন ( জগতপুর), ইঞ্জিনিয়ার বাছির খান, আব্দুর রশিদ, মোজাম্মেল হক লিটন, মেহেদী হাসান মুরাদ, আবদুর জব্বার, রবিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

প্রধান অতিথি পত্রিকা পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, যুব সমাজকে মাদক এবং মোবাইলের নানা রকম আসক্তি থেকে রক্ষা করার জন্য পত্রিকা পড়ার বিকল্প কিছু নেই। তাই আমি এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি বলেন, প্রেসক্লাবের এমন সৃজনশীল ও ইতিবাচক কর্মকান্ড এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধি করবে। তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নধারার প্রশংসা করে বলেন, এধারা অব্যাহত রাখতে সাংবাদিক সমাজকে ইতিবাচক ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।

সর্বসাধারণ চলার পথে মুক্ত পরিবেশে যাতে পত্রিকা পড়তে পারেন, সেজন্য এই ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ