Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জে অস্ত্র-জাল টাকাসহ ৩ সন্ত্রাসী আটক

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ৭:০৬ পিএম

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও জাল টাকাসহ কুখ্যাত সন্ত্রাসী খন্দকার কামাল ওরফে এম কে সাগরকে দুই সহযোগীসহ আটক করেছে র‌্যাব-১১। গত বুধবার রাত সাড়ে নয়টায় মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনের এতথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে: কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

আটক খন্দকার কামাল যশোর জেলার কেশবপুর থানার পাঁচ নম্বর মঙ্গলকোট এলাকার স্থায়ী বাসিন্দা। অপর দুই সহযোগী হলো- আমিনুল ইসলাম ও মোশাররফ হোসেন।

র‌্যাব অধিনায়ক জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সাগর অবৈধ অস্ত্র ব্যবহার করত। অস্ত্রের ভয় দেখিও চাঁদা না পেলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ভুক্তভোগীদের ব্যক্তিগত ও পরিবারের নারী সদস্যদের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার হুমকি প্রদান করত।জাল টাকার কারবার ও নারী পাচার এর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ