বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের বিশ্বনাথে গরু ব্যবসায়িকে খুনের পর একটি বাড়ির গেইটের সামনে গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মন্ডল কাপন গ্রামের মতিন মিয়ার বাড়ির সামন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পলিশ। নিহত ব্যবসয়ির নাম আরশ আলী (৪৫)। তিনি ওসমানীনগর উপজেলার খাইয়া খাইড় গ্রামের মৃত আকলুছ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ ওই বাড়ির মতিন মিয়া (৫৫) ও তার ভাই সিরাজ মিয়া (৪৮) কে আটক করেছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি গাজি আতাউর রহমান। নিহতের ছোট ভাই সিরাজ মিয়া বাদি হয়ে আটক দু’জনকে আসামি করে আরো ৩/৪জনকে অজ্ঞাত রেখে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, (মামলা নং-৪)। এই খুনের সাথে জড়িত প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে শনিবার বিকেলে ওসমানীনগর উপজেলার নয়া বাজারে এক প্রতিবাদ সভা করেছে এলাকাবাসি।
দয়ামীর ইউনিয়নের ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মছব্বির মছু’র সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলা আ’লীগের তথ্য ও গভেষনা সম্পাদক আব্দুস শহিদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, সহ প্রচার সম্পাদক সেবুল মিয়া, নিহতের ছোট ভাই সিরাজ মিয়া, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মশাদ, আ’লীগ নেতা হিরন মিয়া, তাজপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি জুবায়ের আহমদ শাহিন, মেঘনা লাইফ বিশ^নাথ শাখার ইনচার্জ সেলিম আহমদ, বিশ^নাথ উপজেলা জাপা নেতা এমএ রব, দয়ামীর ইউপির সাবেক মেম্বার আহমদ আলী, যুবলীগ নেতা জাহির আহমদ মুহন ও সাদেক আলী। ওই প্রতিবাদ সভায় হতবাক হয়ে উপস্থিত ছিলেন নিহতের একমাত্র শিশুপুত্র ফরহাদ আহমদ (১২)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।