Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণপরিবহন বন্ধে অচল গারো পাহাড়ি অঞ্চলের দুরপাল্লার যাত্রীসাধারণ!

ঝিনাইগাতী ( শেরপুর ) থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ৫:৩৮ পিএম

গত শুক্রবার থেকে হঠাৎ বাস বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন গারো পাহাড়ি অঞ্চল ঝিনাইগাতী, শ্রবিরদী ও নালিতাবাড়ির দুরপাল্লার যাত্রীরা। ছোট যানবাহনে ভেঙে ভেঙে যাত্রী চলাচল করলেও দুরপাল্লার যাত্রীরা পড়েছন মহাবেকায়দায়। এখানে ট্রেন না থাকায় ট্রেনেও যাতায়াত করতে পারছেন না যাত্রীরা। তাই ভেঙে ভেঙে শেরপুর-ময়মনসিংহ, তার পর ঢাকায় যেতে হচ্ছে যাত্রীদের। এতে খরচ, কষ্ট ও ভাড়া গুণতে হচ্ছে ৩/৪ গুণ বেশী। অতিরিক্ত সময়ব্যায় ও সীমাহিন দুর্ভোগতো পোহাত হচ্ছেই। তাই অত্যন্ত অসহায় হয়ে যাতায়াত করছে পাহাড়ি অঞ্চলের যাত্রীসাধারণ। হরতালের ২য় দিন শনিবার বাসস্টেশনে গিয়ে এমন চিত্রই চোখে পড়েছে। অত্যন্ত অসহায়ভাবে যাতায়াত করছে যাত্রীরা। ডিজেলের দাম বৃদ্ধির কারণে হতকাল শুক্রবার সকাল থেকে সকল প্রকার বাস, পন্যবাহি ট্রাক কর্মবিরতি পালন করছে শেরপুর, ঝিনাইগাতীর পরিবহণ মালিক-শ্রমিকরা। ফলে গারো পাহাড়ি অঞ্চলের ঢাকা কোচসহ আন্তজেলার সকল রুটে বাস সহ সকল পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। ডিজেল-কেরসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে মালিক-শ্রমিক সংগঠন হঠাৎ করে এই কর্ম বিরতির ঘোষনা দেন। জনগণ কিছু বুঝে উঠার আগেই সকল যানবাহন চলাচাল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোৃগ ও বিপাকে পড়ে সাধারণ যাত্রীগণ। বাস মালিক শ্রমিকরা বলছেন, হঠাৎ ডিজেল-কেরসিনের দাম বাড়ালেও ভাড়া বাড়ানোর সীদ্ধান্ত জানানো হয়নি। সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাস্তায় যানবাহন নামানো হবে না। অপর দিকে ব্যাপক সমস্যায় পড়ে যাত্রীরা ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করছে। ছোট ছোট যানবাহন গুলো এই সুযোগে গলাকাটা ভাড়া আদায় করছে যাত্রীদের নিকট থেকে। সব মিলিয়ে অত্যন্ত অসহায় হয়ে পড়েছেন সাধারণ যাত্রী সাধারণ!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ