Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

সীতাকুন্ডে(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ৫:২২ পিএম

সীতাকুন্ডে(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতাপালিত হল ৫০তম জাতীয় সমবায় দিবস। শনিবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। সমবায় অফিসার আবদুল শহীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও তপন মজুমদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হাবীবুল্লাহ,সীতাকু- প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহআলম ও আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ। এতে উপজেলায় সমবায় খাতে অবদান রাখা সমবায় সমিতিগুলোকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত ও অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এবং সমবায়ের পতাকা উত্তোলন করেন সমবায় অফিসার আবদুল শহীদ ভূঁইয়া। অনুষ্ঠানে অতিথিবৃন্দ দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সমবায়ের ভূমিকার প্রশংসা করে সমবায় সমিতিগুলোকে জনগনের সাথে আরো নিবিড় হয়ে সেবা প্রদানের উপর জোর দেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ