প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নিজের কণ্ঠে মাত্র একটি গান গেয়েই ইউটিউব সেনসেশনে পরিণত হয়েছেন শ্রীলঙ্কার ইয়োহানি দিলোকা ডি সিলভা। গত মে মাসে ফেসবুক ও বিশেষ করে ইউটিউবে ছড়িয়ে পড়ে ইয়োহানি দিলোকা ডি সিলভার গাওয়া গান ‘মানিকে মাগে হিতে’। ইয়োহানির গাওয়া এই গান এবার ইংরেজি ভাষায় গেয়েছেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স। শনিবার সকালেই প্রকাশ্যে এসেছে সেই গান। যা রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গানের সুর, ছন্দ, লয় ও তাল সব এক রয়েছে। শুধুমাত্র ইংরেজিতে কথা গুলি লিখে নিজের কন্ঠে গেয়েছেন এমা হিস্টার্স। কোনও ভাষা না বোঝা গেলেও গানটির সুর ও তালের জন্য বিভিন্ন দেশে রীতিমত ভাইরাল এই গান। এমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা। ইতিমধ্যেই সাত লক্ষাধিক ভিউয়ার্স ছাড়িয়ে গিয়েছে ইউটিউবে।
‘মানিকে মাগে হিতে’ একটি সিংহলী সিনেমার গান। গত বছরে সিনেমাটি মুক্তি পায়। চলতি বছরের মে মাসে ইয়োহানি দিলোকা ডি সিলভা গানটি নতুন করে গেয়েছেন। এতদিন হয়ে গেলেও জনপ্রিয়তায় ভাঁটা পড়া তো দূর দিন দিন আরো জনপ্রিয়তা বাড়ছে ‘মানিকা মাগে হিতে’র।
কিছুদিন আগে কাশ্মীরি ভাষায় প্রকাশ্যে এসেছে ‘মানিকে মাগে হিতে’। গানটি গেয়ে দ্রুতই সাড়া ফেলেছেন গায়িকা রানি হাজারিকা। তিনি নতুন সংস্করণটির নাম দিয়েছেন ‘মায়ান ইয়ারা’। আর এবার গোটা বিশ্বে জনপ্রিয়তা পেতে ‘মানিকা মাগে হিতে’ ইংরেজি ভার্সান গাইলেন এমা হিস্টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।