Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন : বিভিন্ন দলের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের তীব্র ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণের স্বার্থে অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম : জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ববি হাজ্জাজ বলেছেন, “আমদানি নির্ভর হবার কারণেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কা আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলছে। পূর্বঘোষণা ছাড়াই লিটারপ্রতি ১৫টাকা ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে যাত্রী ও পণ্যপরিবহনের খরচ বাড়বে। সেচ খরচসহ কৃষি পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দাম আরেকদফা বাড়বে। দেশের জনগণের স্বার্থে জ্বালানি এবং এলপিজি সিলিন্ডারের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা কমিটির পরিচিতি সভায় ববি হাজ্জাজ এসব কথা বলেন। থানা কমিটিসমূহের সমন্বয়ক অলি উর রহমান সুমনের সভাপতিত্বে রাজধানীর বংশালে অনুষ্ঠিত উক্ত পরিচিতি সভায় এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা ,ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন,দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুসেইন মো. শাহাদাৎ। বাংলাদেশ মুসলিম লীগ : বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের এক বিবৃতিতে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃদ্বয় বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মাধ্যমে জনগণকে এক অমানবিক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। নেতৃদ্বয় অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ