বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় এমভি লামিয়া নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহতাবস্থায় রাজিয়া নামের এক মহিলাকে ঢাকা নওয়ার পথে সন্ধ্যায় মারা যান। ট্রলারটি ডুবে গেলেও অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে আসতে সক্ষম হয়। তাদের মধ্যে ৩ থেকে ৪ জন আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি জানায় বিআইডবিøউটিএ চাঁদপুরের উপ-পরিচালক এ. কে. এম. কায়সারুল ইসলাম। নিখোঁজ যাত্রী উদ্ধার অভিযানের প্রস্তুতি চলমান রয়েছে। এমভি লামিয়া নামের লঞ্চটি শরিয়তপুর থেকে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দ্যেশে যাওয়ার কথা ছিলো। আর ট্রলারটি নদীর পশ্চিম পাড় থেকে ৮ থেকে ১০ জন যাত্রী নিয়ে শহরে আসছিলো। পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার তিন নদীর মোহনায় এলেই লঞ্চের সাথে সজোরে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। নৌপুলিশ কর্তৃক মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।