বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগের রাতেই ভোট শেষ হয়ে যায়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কল্পনাই করা যায় না। নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তা’হলেই খেলাফত মজলিস নির্বাচনে অংশ নিবে। অন্যথায় নয়। জালেমের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আর মজলুমের পক্ষে থাকতে হবে। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত কর্মী সমাবেশে খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকা মহানগরী উত্তরের সভাপতি প্রফেসর ডাক্তার রিফাত মালিকের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি তাওহীদুল ইসলাম তুহিন ও উত্তরের সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গঠনের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী। খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, নতুন করে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। জনগণের স্বার্থে অবিলম্বে ডিজেল-কেরাসিন ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। তিনি দলীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের মুক্তির দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।