Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেইবই অ্যাপ

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সারা বছরের নানান ব্যস্ততার মাঝে অবসর মেলে খুব অল্পই। কিন্তু একজন আধুনিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে সৃজনশীল বই পড়ার বিকল্প নেই। কিন্তু ভালো বই পাবেন কোথায়? কিংবা আপনার পছেন্দের বই খুঁজে পাচ্ছেন না। বিশেষ করে ক্লাসিক বই মনমতো খুঁজে পাওয়া দুষ্কর। এ ছাড়াও আপনার পছন্দের লেখকের সব বই খুঁজে পাচ্ছেন না কোথাও। পেলেও অর্থনৈতিক বিষয়টা মুখ্য হয়ে দাড়ায়। এ ছাড়াও বই বহনের সমস্যা তো আছেই। কিন্তু আধুনিক এই যুগে বইকে একেবারে হাতের মুঠোয় নিয়ে এসেছে ই-বুক পোর্টালগুলো। বলার অপেক্ষা রাখে না ‘সেইবই’ ইতিমধ্যে পাঠকের সেই চাহিদা পূরণে সক্ষম হয়েছে। খুব সহজেই যেকোনো জায়গায় সহজেই ডাউনলোড করে নেওয়া যেতে পারে আপনার মোবাইলে। হয়ত আপনি বাড়ি যাবার পথে যানযটে আটকে গেলেন। সময় কাটানো কষ্টকর, তখন খুব সহজেই পছন্দের লেখকের একটি বই পড়ে নিতে পারেন। এতে আপনার সময় যেমন কাটবে বইপড়ার আনন্দে, তেমনি বই বহনের কষ্টও থাকবে না। বলা যায় হাতের মুঠোয় হাজার বই। আপনার হাতের মোবাইল ফোন কিংবা ট্যাব ব্যবহার করে ই-বুক অ্যাপের মাধ্যমে হাজার হাজার বই ডাউনলোড করতে পারবেন। বাংলাদেশে কিছু ই-বুক অ্যাপ রয়েছে। এগুলোর মধ্যে সেইবই অ্যাপটি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। সেইবই অ্যাপের বাড়তি কিছু সুবিধা এর জনপ্রিয়তার মূল কারণ। যেমন লেখা ছোট-বড় করা, হাইলাইট, পাতার রং পরিবর্তন, অভিধান, বুকমার্কসহ রয়েছে আরো অনেক সুবিধা। সেইবই এ রয়েছে অসংখ্য ক্লাসিক বই। এগুলো পাঠক ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। বিস্তারিত জানতে সেইবই ফ্যান পেজ যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ংযবরনড়রৎবধফবৎ/ সেইবই (ঝযবরনড়র) বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম বৃহৎ অনলাইন ই-বুক লাইব্রেরি। এই লাইব্রেরি থেকে একজন ইউজার বা পাঠক তার পছন্দ অনুযায়ী ই-বুক সংগ্রহ করতে পারবেন এবং তার মোবাইল ডিভাইসে ই-বুক রিডার অ্যাপ সেইবই, (ঝযবরনড়র গড়নরষব অঢ়ঢ়) ব্যবহার করে ই-বুকগুলো পড়তে পারবেন। সেইবই অনলাইন স্টোরের বইগুলো পড়ার জন্য পাঠককে সেইবই রিডার অ্যাপটি তার মোবাইল ডিভাইসে ইনস্টল করতে হবে। অ্যানড্রয়েড এবং রঙঝ-নির্ভর স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারকারী পাঠকরা অ্যাপটি ফ্রি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। সব মিলিয়ে একজন পাঠক বিশ্বের যেকোনো প্রান্ত থেকে তাঁর পছন্দের বাংলা বইগুলো সেইবই অনলাইন স্টোর থেকে সংগ্রহ করে খুব সহজেই স্মার্টফোন বা ট্যাবলেটে পড়তে পারবেন। অ্যাপটি অ্যানড্রয়েড ও আইফোন প্ল­াটফর্মের ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে। সেইবই অ্যাপ ইনস্টল করতে

অহফৎড়রফ: যঃঃঢ়ং://ঢ়ষধু.মড়ড়মষব.পড়স/ংঃড়ৎব/ধঢ়ঢ়ং/ফবঃধরষং?রফ=ৎধাবহ.ৎবধফবৎ
রচযড়হব: যঃঃঢ়ং://রঃঁহবং.ধঢ়ঢ়ষব.পড়স/ঁং/ধঢ়ঢ়/ংযবরনড়র/রফ৯৭৬৯৩৭৩৭২?সঃ=৮
ইমরান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেইবই অ্যাপ

১৮ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ