Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুগলের অ্যান্ড্রয়েড ওয়্যার ২.০

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

টেক জায়ান্ট অ্যাপলের অ্যাপল ওয়াচ ব্যবহারকারিদের কাছে বেশ জনপ্রিয়। আর এবার অ্যাপলের সাথে প্রতিদন্ধিতা করতে সার্চ জায়ান্ট গুগল আনছে গুগল অ্যান্ড্রয়েড ওয়্যার ২.০ ওয়াচ। আশা করা যায়, ২০১৭ সালের প্রথমদিকেই উন্মুক্ত করা হবে এই অ্যান্ড্রয়েড ভিত্তিক গুগল ওয়াচ। নতুন ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, প্রতিষ্ঠানটি নতুন দুটি ওয়াচ আনতে যাচ্ছে। ফাঁস হওয়া তথ্য বলছে নতুন এই গুগল ওয়াচে নতুন প্রযুক্তি গুগল এসিস্ট্যান্ট যুক্ত করা হবে। এই একই প্রযুক্তি গুগলের সর্বশেষ ফোন পিক্সেল, পিক্সেল এক্সএল এবং গুগল হোমে রয়েছে। গুগল এই ঘড়িতে তাদের অপারেটিং সিস্টেমের ওয়াচ ভার্সন নিয়ে আসবে। এছাড়াও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সবার জন্য উন্মুক্ত হলেও নতুন পিক্সেল ফোনে বিল্ট ইন বিশেষ কিছু ফিচার যুক্ত করা হয়েছে যা অন্য হার্ডওয়্যারে থাকবেনা। আর ধারণা করা হচ্ছে, এই একই পদ্ধতি ব্যবহার করা গুগল ওয়াচে। স শিবলু



 

Show all comments
  • md Kabir ২৯ নভেম্বর, ২০১৮, ৯:২৭ এএম says : 0
    আমার কাছে এই ছবিটি পাঠাবেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুগলের অ্যান্ড্রয়েড ওয়্যার ২.০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ