Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যশোরে স্ত্রীহত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরে স্ত্রীহত্যার দায়ে হেলাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বিকেলে যশোরের স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত হেলাল উদ্দিন বগুড়া সদর উপজেলার শিকারপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

যশোর স্পেশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম বদরুজ্জামান পলাশ জানান, ২০০১ সালের ১৪ জুন দিনগত রাতে হেলাল উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী রূপালীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ও ২০ হাজার টাকা জরিমানা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ