বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়িতে বিস্ফোরক মামলায় তিন জেএমবি সদস্যকে দশ বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সোমবার বেলা ১১টায় খাগড়াছড়ির বিশেষ ট্রাইবুন্যাল এর বিচারক, জেলা ও দায়রা জজ মো. ইনামুল হক ভূঁইয়ার আদালত এ রায় দেন। এসময় আদালতে ৩ আসামিই উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম ওরফে জাহিদ, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন ও মো. ইউনুছ। এদের মধ্যে আব্দুর রহিম ওরফে জাহিদ ছিলেন জেএমবির চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় শীর্ষ নেতা।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭-শে সেপ্টেম্বর গভীর রাতে জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। পরে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরদিন ওই পাঁচজনকে আসামি করে ১৯০৮ সালের অস্ত্র ও বিস্ফোরক আইনে ও ২০০৮ সালের সন্ত্রাসবিরোধী আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০০৯ সালের ১১ ডিসেম্বর চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ সাত বছর পর এ রায় ঘোষণা করা হয়।
এর আগে গত ২৪-শে সেপ্টেম্বর একই মামলায় ওই তিন আসামিসহ মোট ৫ জনকে অস্ত্র আইনে সাত বছর করে কারাদন্ড দেন জেলা ও দায়রা জজ মো. ইনামুল হকের বিশেষ ট্রাইব্যুনাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।