বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার এলাকার আফিম গলির একটি বাসা থেকে অঞ্জন ধর (৩৫) নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। খুনে জড়িত থাকা সন্দেহে নিহতের স্ত্রী ও শ্যালককে আটক করা হয়েছে। সোমবার বিকেলে তাদের আটক করা হয়। তার আগে সকাল সাড়ে ১০টার দিকে আফিম গলির নেপালবাবুর ভবনের পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। অঞ্জন ধর নগরীর হাজারীগলির একটি স্বর্ণ দোকানের কর্মচারী ছিলেন। কোতোয়ালী থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ জানান, অঞ্জন ধরের শ্যালক বাবুল ধরও একই স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। সকালে বাবুল ধর পুলিশকে জানায় তার দুলাভাই মারা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি লাশটি পায়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে স্ত্রী স্বামীকে খুন করে লাশটি বস্তাবন্দি করে রেখেছে। ২-৩ দিন আগে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ থেকে রক্ত বের হচ্ছে। লাশটি উদ্ধার করার সময় বাসায় কেউ ছিল না। দুপুরে স্ত্রী ও শ্যালক বাসায় ফিরলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।