Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবিতে ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে “ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ” ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থী মঞ্চের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা মিছিল শেষে প্রশাসনিক ভবন-২ এর সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষর্থীবৃন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবন্দ ও প্রগতিশীল ছাত্রজোটসহ প্রায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভর্তি কমিটির সভাপতি ড. নিয়াজ আহমেদ বলেন, মঙ্গলবার (আজ) ভর্তি কমিটির সভায় আমরা এ বিষয়ে আলোচনা করব। মঞ্চের মূখপাত্র সারোয়ার তুষার জানান, দাবি না মানা পর্যন্ত তাদের এই যৌক্তিক আন্দোলন ধারাবাহিকভাবে চলবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের শিক্ষক ড. জাফর ইকবাল শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সহমর্মমিতা প্রকাশ করে বলেন, “এসএমএস পদ্ধতিতে আবেদন শুরু হওয়ার পর আমাদের খরচ অনেক কমেছে। আগে অনেক মানুষ আবেদন করতে কষ্ট পেত। কাজেই কোনভাবেই আমি মানতে পারব না। একজনের ১০০০-১২০০ টাকা লাগার কথা নয়।”
এদিকে শাবি ভিসি ভিসি ড. আমিনুল হক ভূইয়ার কাছে ফরমের মূল্য হ্রাস করে ক্যাম্পাসে স্থায়ীভাবে ভর্তি অফিস স্থাপনের দাবি জানান শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শাখা ছাত্রলীগের এই দাবির প্রেক্ষিতে শাবি ভিসি ড. আমিনুল হক ভূইয়া ও ভর্তি কমিটির নেতৃবৃন্দ ফরমের মূল্য কমানোর আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চত্রবর্তী পার্থ, সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ন-সম্পাদক সাজিদুল ইসলাম। শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোস্তাক মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ